চান্দিনাজাতীয়

জোয়াগে আগামী ৭/৮ ডিসেম্বর ক্বেরাত ও মহাসম্মেলনে আসছেন আল্লামা শাহ আহমদ শফি।

জোয়াগে আগামী ৭/৮ ডিসেম্বর ক্বেরাত ও মহাসম্মেলনে আসছেন আল্লামা শাহ আহমদ শফি। 

 

কুমিল্লা ১৩ নং জোয়াগ ইউনিয়নের উত্তর জোয়াগ পশ্চিমপাড়া ক্বারী ইসমাঈল সাহেব রহঃ ফাউন্ডেশন আয়োজিত আগামী ৭/৮ ডিসেম্বর প্রধান মেহমান  আসছেন সারা বাংলাদেশের অহংকার আল্লামা শাহ আহমদ শফি দাঃবাঃ উক্ত আন্তর্জাতিক ক্বেরাত ও ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থাকবে মাঁটি ও মানুষের নেতা জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও আলহাজ্ব  মিছবাহুর রহমান চৌধুরী চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ঔক্যজোট সহ আরও অনেকে

 ইতিমধ্যে জোয়াগ ক্বারী ইসমাইল র. ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহা সম্মেলনের উযূখানা ও বাথরুমের কাজ আরম্ভ হে গেছে এই কাজে সহযোজিতায় জোয়াগ পশ্চিম পাড়ার যুব সমাজ। সবাইর দোয়া ও সহযোগীতা এন্তেজামিয়া কমিটি।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker