চান্দিনা

চান্দিনায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

চান্দিনায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

 

।। মো. আবদুল বাতেন।।

 

কুমিল্লার চান্দিনায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে ওই কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন। এসময় ২০২০-২০২১ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতের আওতায় ৯টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫.৭১ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল জলিল কমিশনার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম প্রমুখ।

Close