কুমিল্লা সদর দক্ষিণ
ভবনিপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু করোনা ভাইরাসে আক্রান্ত

ভবনিপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু করোনা ভাইরাসে আক্রান্ত
নিজস্ব বার্তাঃ আজ ০৯ই জুন, (মঙ্গলবার) বরুড়া উপজেলার করোনাভাইরাস এর ১৫টি রিপোর্ট আসে। ১৫টি রিপোর্টের মধ্যে ৬টি নেগেটিভ এবং ৯টি প্রজেটিভ। বিষয়টি নিশ্চিত করেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
বরুড়া উপজেলা আজ নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত। তার মধ্যে রয়েছে ভবনিপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু। ইউপি চেয়ারম্যান হিসাবে তিনি দ্বিতীয় করোনাভাইরাসে আক্রান্ত। তার আগে আক্রান্ত হয়েছেন ঝলম ইয়নিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম।
এই বিষয়ে জানার জন্য সৈয়দ রেজাউল হক রেজু চেয়ারম্যানকে মুঠোফোনে পাওয়া যায়নি।
সূত্র বরুড়ার কথা





