জাতীয়
কোস্টগার্ডের জন্য আজ একটি ঐতিহাসিক দিনঃ যুক্ত হচ্ছে ৯টি জাহাজ।

কোস্টগার্ডের জন্য আজ একটি ঐতিহাসিক দিনঃ যুক্ত হচ্ছে ৯টি জাহাজ।
বাংলাদেশ কোস্টগার্ডের বহরে আজ একসাথে কমিশনিং করা হবে ৯টি জাহাজ এবং একটি কোস্টগার্ড ঘাঁটি। নারায়ণগঞ্জ ও খুলনা শিপইয়ার্ডের ৫টি সবুজ বাংলা ক্লাস পেট্রোল ক্রাফট এবং ইতালি থেকে সংগৃহীত ৪টি অত্যাধুনিক Menerva class কর্ভেট আজ বহরে যুক্ত হবে। জাহাজ ৪টি আমাদের বহরে পেট্রোল ভ্যাসেল হিসেবে ব্যবহৃত হবে। জাহাজটিতে ৮ সেলের Sea sparrow স্যাম সিস্টেম ট্রিপল টর্পেডো লন্ঞার থাকলেও আমাদের বহরে যুক্ত হওয়ার সময় ইতালিয়ান নেভী এগুলো সরিয়ে নিয়েছে। এছাড়া ভোলায় আজ আরেকটি কোস্টগার্ড ঘাঁটি উদ্ভোদন হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ পর জাহাজ গুলোর কমিশনিং করবেন।
ছবিঃ- ইতালি থেকে সংগৃহীত মিনারভা ক্লাস কর্ভেট সিজিএস-তাজউদ্দীন।