জাতীয়

সাগর পাড়ের সেই অসহায় জেলেদের পাশে পুলিশ

সাগর পাড়ের সেই অসহায় জেলেদের পাশে পুলিশ

গত ০৭ মে ২০২০  খ্রিঃ তারিখ বিভিন্ন গণমাধ্যমে “ত্রাণ না পেয়ে জেলেদের বিক্ষোভ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।  পটুয়াখালী জেলাধীন আগুনমুখা ও তেঁতুলিয়া নদী পার হয়ে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা  রাঙ্গাবালী (সদর থেকে প্রায় ৭০ কিমি দূরে অবস্থিত) থেকে শতাধিক জেলে পটুয়াখালী শহরে এসে ত্রাণের দাবিতে মানববন্ধন করেন। বিষয়টি নজরে আসার সাথে সাথেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উক্ত জেলেদের সাথে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ।

 

পটুয়াখালী জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে আজ ১০ মে ২০২০ খ্রিঃ রোববার উক্ত জেলেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ও দুই প্রকার সাবান।

 

এমন দুঃসময়ে পুলিশের কাছে থেকে এ মানবিক সহায়তা সামগ্রী পেয়ে তারা অনাবিল আনন্দ প্রকাশ করেন। সেখানে উপস্থিত পুলিশের মানবিক সহায়তা পাওয়া জেলে আবু জাফর গাজী বলেন,“করোনার লইগ্যা বউ পোলাপান নিয়া অনেক কষ্টে আছিলাম। পুলিশের এই সাহায্য দিয়া এহন অন্তত কয় দিন দুই মুঠ খাইয়া বাচতে পারমু। পুলিশেরে অনেক ধন্যবাদ আমাগো মতো গরীব মানুষেরে সাহায্য করার লইগ্যা।“

সর্বদাই জনগণের পাশে, বাংলাদেশ পুলিশ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker