চান্দিনা
চান্দিনায় ব্যবসায়ী শিবু চক্রবর্তীর মৃত্যুতে ব্যবসায়ী নেতৃবৃন্দের শোক ও শ্রদ্ধাঞ্জলি

চান্দিনায় ব্যবসায়ী শিবু চক্রবর্তীর মৃত্যুতে ব্যবসায়ী নেতৃবৃন্দের শোক ও শ্রদ্ধাঞ্জলি
কুমিল্লার চান্দিনা বাজারের মুদি ব্যবসায়ী শিবু চক্রবর্তীর মৃত্যুতে শোক জানিয়েছেন চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সোমবার (২৫ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার নবিয়াবাদে নিহতের গ্রামের বাড়ীতে মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সাহা। এসময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী নেতা রতন সাহা, নির্মল সাহা, পরিমল রায়, সুবল রায়, স্বপন বণিক, ক্ষুদিরাম কর, স্বপন সাহা, কৃষ্ণ সাহা, কানাই বণিক, আশিষ পাল, নারায়ণ দত্ত, সেন্টু পাল, বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্য মুদি ব্যবসায়ীবৃন্দ। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, মুদি ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন রায়।
এর আগে রোববার রাত ১০ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিবু রায় চক্রবর্তী (৪৬)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। সোমবার দুপুরে নবিয়াবাদ মহা-শ্মষানে নিহতের শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।





