কুমিল্লা সদর দক্ষিণ

বরুড়া নতুন আক্রান্ত ১, মোট আক্রান্ত ১১জন, সম্পূর্ণ সুস্থ ৬ জন

বরুড়া নতুন আক্রান্ত ১, মোট আক্রান্ত ১১জন, সম্পূর্ণ সুস্থ ৬জন

 

সুজন মজুমদারঃ আজ কুমিল্লা ৫৭জনের করোনা পজিটিভ, তার মাঝে বরুড়ায় ১জন।  আজকের একজন নিয়ে বরুড়ায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১১ জনে। আজকে ৩জন সহ মোট ৬জন সমপূর্ণ  সুস্থ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা।

 

ডাঃ নিশাত সুলতানা বরুড়ার কথা’কে জানান, আজ বরুড়ার ১৪টি রিপোর্ট আসে। তার মধ্যে ১জনের প্রজেটিভ।  এবং অন্যদিকে ১৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে।

 

ঢাকা ফেরৎ হানিফের করোনা পরীক্ষার রিপোর্ট আজ  পজেটিভ আসে। সে বরুড়া পৌরসভা দেওড়া গ্রামের বাসিন্দা। গত ১৯শে মে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স এসে নমুনা দিয়ে যান হানিফ। আজ তার ফল প্রজেটিভ আসে।

 

অন্যদিকে, আজ ১৩জনের রিপোর্ট নেগেটিভ আসে। তার মধ্যে উপজেলা কৃষি অফিসারের পরিবার এবং আরিফপুরের মোবারক হোসেন।

 

আজ নতুন করে করোনা আক্রান্ত হানিফের বাড়িটি লকডাউন করেছে বরুড়া উপজেলা প্রশাসন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker