জাতীয়লাইফস্টাইল
চেয়ারম্যানের শালী”টেলিফ্লিমের দুই নায়কের সাথে নায়িকা জয়া চৌধুরীর শুটিং চলছে।

“চেয়ারম্যানের শালী”টেলিফ্লিমের দুই নায়কের সাথে নায়িকা জয়া চৌধুরীর শুটিং চলছে।
প্রতিনিধি[ঢাকা]মোরশেদ হাসান।
বাংলাদেশের নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা যুবসমাজের প্রিয় নায়িকা জয়া চৌধুরী এখন এন এ এম হাবিবুল্লার প্রযোজিত ডাইরেক্টর রেহান মনা,নায়ক ওবিদ রেহেন নায়ক তারেক স্বপন নায়িকা জয়া চৌধুরীর অভিনয়ে মনরোম পরিবেশে নজর কারা লোকেশনে শুটিং চলছে অবিরাম।

টেলিফ্লিম ““চেয়ারম্যানের শালী”” প্রযোজনায় ও সহযোগিতায় আছেন ক্রেজি মাল্টিমিডিয়া। জয়া চৌধুরী বলেন আমি দর্শকদের নতুন নতুন কিছু মনমগ্ধকর অভিনয়নের মাধ্যেমে আনন্দ দিতে বদ্ধপরি এবং দর্শকদের মন জয় করে তাদের হুদয়ে থাকতে চাই সারাজিবন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।







