চান্দিনাজাতীয়তথ্য প্রযুক্তি
‘হ্যালো ছাত্রলীগ,,চান্দিনা উপজেলা আপনার খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেব আমরা।

”হ্যালো ছাত্রলীগ,,চান্দিনা উপজেলা আপনার খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেব আমরা।
ঘরে থাকুন,সামাজিক দূরত্ব বজায় রাখুন।নিজে নিরাপদে থাকুন,অপরকেও নিরাপদে রাখুন।
চান্দিনার উন্নয়নের রুপকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এম পি মহোদয় ও মুন্তাকিম আশরাফ টিটু মানবিক দিকনির্দেশনায়, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কাজী ইয়াছিন আহম্মেদ অভি নেতৃতে চান্দিনার হতদরিদ্র মেহনতি খেটে খাওয়া অসহায় মানুষের পাশে আজ প্রথম দিনেরমত কার্যক্রম শেষ
বিঃদ্রঃ হটলাইনের নাম্বারটি সকাল ১০ টা – বিকেল ০৬ টা পর্যন্ত খোলা থাকে। আপনি কল অথবা মেসেজের মাধ্যমে আমাদের কাছে বলতে পাড়েন।শুধুমাত্র যারাই ত্রাণের যোগ্য তারা ফোনকল দিয়ে নাম /ঠিকানা পৌঁছে দিবেন।