অপরাধ

সাবধানতা অবলম্বনে চলাফেরা করুন।

সাবধানতা অবলম্বনে চলাফেরা করুন।

সেলিম মাস্টার।
আজ রাত নিমসার বাজারের বাস ষ্টেশনে চট্টগ্রাম থেকে এসে দুইজন যাত্রী নামেন। এমন সময় পূর্ব দিক থেকে আসা একটি সিএনজি যাত্রীদেরকে কোথায় যাবে জিজ্ঞেস করলেন। তখন যাত্রীরা বরুড়া যাবে বললে সেই ড্রাইভার রাজি হলে উভয়ের মাঝে কথোপকথনে মাধ্যমে বরুড়ার উদ্দেশ্যে রওনা করেন। কিছুদূুর যাওয়ার পর সিএনজি ড্রাইভার যাত্রীকে ভাঁজকরা একটা কাগজ খুলে বলেন আমি লেখা পড়া জানিনা আমাকে দয়াকরে একটু মোবাইল নাম্বারটা এবং এতে লেখা ঠিকানাটা পড়ে শুনাতে বলেন। কাগজের ভাঁজ খোলার কিছুক্ষন পরে হঠাৎ ২ জন যাত্রীই মাথা ঘুরিয়ে ঢুলিয়ে পরে অজ্ঞান হয়ে যায়। ধারনা করা হচ্ছে হয়তো কাগজের মধ্যে এমন কিছু ছিল যা গন্ধ পাওয়ার পর তারা জ্ঞান হারিয়ে ফেলেন।

অসৎ সিএনজি ড্রাইভার তাদের নিকট থাকা কাপড়ের ব্যাগ টাকা পয়সা মোবাইল হাতিয়ে নিয়ে তাদেরকে মোকাম জোড়া পুলের রাস্তার মাথায় ফেলে রেখে যায়। যাত্রী দুইজনের বাড়ী কচুয়া থানা বলে জানা যায়। সিএনজি নাম্বার এবং ড্রাইভার সম্পর্কে কোন তথ্য তাহারা দিতে পারেন নাই। পরক্ষনে একটি মিনি ট্রাকচালক নিমসার বাজার থেকে তরকারি ভর্তি গাড়ী বিভিন্ন জাতীয় তরকারি ক্রয় করে বরুড়া যাওয়ার পথে রাস্তার পাশে মানুষের মতো কি যেন পরে থাকতে দেখেন। তখন ড্রাইভার জোরে জোরে হর্ন বাজালে একজন একটু হাত নাড়াচাড়া করলে তিনি বুজতে পারেন যে মানুষই। প্রথমে মনে ভয় লাগলেও পরে খুব সাহসিকতা নিয়ে আল্লাহকে স্মরন করে গাড়ী থামিয়ে নামেন এবং তাদের কাছে গিয়ে দেখেন তারা খুব অসুস্হ অবস্হায় শরীরে জামা কাপড় ভিজে কাঁদা মাখা অবস্হায় রাস্তার পাশে পরে আছেন বলে জানান ট্রাক ড্রাইভার আতিকুল। তখন রাত ২ঃ০০ বাজে। যাত্রীগন কখন বা কয়টা উঠছেন তা বলতে পারেন নি। যার নাম্বার- চট্র-খ-৪-১১০৯। তবে একটু একটু কথা বলতে পারেন দেখে তিনি সাহায্যের হাত বাড়ান। উপরোক্ত কথা গুলো আলাপ আলোচনায় বিস্তারিত জানতে পারেন বলে তিনি জানান ।

এক ড্রাইভার নিয়ে গেল সবকিছু লুটিয়ে আরেক ড্রাইভার মানবতার হাত বাড়িয়ে তাদেরকে অসুস্থ অবস্থায় শান্তনার আশ্বাস দিয়ে তাদেরকে বাড়ি পৌঁছে দিবেন বলে গাড়ীতে করে নিয়ে যায়। এরই নাম বাস্তবতা।
তাই রাস্তা ঘাটে চলার পথে সকলে সাবধানে চলাফেরা করুন নিরাপদে বাড়ি পিড়ুন

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker