শিক্ষাঙ্গন

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!মাদানি নিসাব ১-২য় বর্ষে সীমিত আসনে।

ভর্তির চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!মাদানি নিসাব ১-২য় বর্ষে সীমিত আসনে।

 

ইনশাআল্লাহ! ১লা-জুন’২০ থেকে মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার সম্পূর্ণ আলাদা ভবনে বালক বালিকা শাখায় নূরানী, নাযেরা, হিফযুল কুরআন ও কিতাব বিভাগে (মাদানি নিসাব ১ম-২য় বর্ষে বালক),বালিকা শাখায় কুদুরী জামাত পর্যন্ত ভর্তি শুরু হবে।

 

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে

 

ক্যাম্পাস-১ বালক শাখাঃ- ৯৬/৪ উত্তর মুগদা ঝিলপাড়          (জিরো পয়েন্ট) ঢাকা-১২১৪।

 

ক্যাম্পাস-২ বালিকা শাখাঃ- ৯৬/১২/২ উত্তর মুগদা ঝিলপাড় (জিরো পয়েন্ট) ঢাকা-১২১৪।

 

ক্যাম্পাস-৩  স্কুল শাখাঃ- ৫৫ উত্তর মুগদা ঝিলপাড় (মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন)   ঢাকা-১২১৪।

 

০১৭২৪৯৬৬০৪৫, ০২-৭২৭৩৭৯৮,০২-৭২৭৫১৪৮

Close