চান্দিনা
চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ঈদের নতুন কাপড় বিতরণ।

চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ঈদের নতুন কাপড় বিতরণ।
নিউজ ডেক্সঃ
কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে হতদরিদ্র ও নিম্ম আয়ের মানুষদের মাঝে করোনা মহামারির কারনে জাতীয় নেতা চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি মহোদয়ের নির্দেশে মাইজখার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ঈদের নতুন লুঙ্গি ও কাপড় সামগ্রী বিতরন করা হয়।

উক্ত ঈদ সামগ্রী বিতরণে বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট সমাজসেবক সৎ নিষ্ঠাবান চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য ও ৯ নং মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দিন , ৯ নং মাইজখার ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ জামাল হোসেন অসুস্থার কারণে উপস্থিত ছিলেন না।

জনাব মোঃ জসিম উদ্দিন বলেন করোনা ভাইরাস মহামারী আকারে মাজইখার ইউনিয়নে না খেয়ে মরবে না ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলমান আছে তা প্রতিনিয়ত চলমান থাকবে ইনশাআল্লাহ,করোনা ভাইরাস দেশে মহামারী আকারে ধারণ করার পর ৯ নং মাইজখার ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে প্রতিনিয়ত ত্রাণ নগদ অর্থ ঈদের সামগ্রী ও নতুন কাপড় লুঙ্গি ইত্যাদি হতদরিদ্র ও নিম্ম আয়ের মানুষদের পাশে বিতরণ করেছি যা চলমান থাকবে আপনারা সবাই ঘরে অবস্থান করবেন অযথা কেহ বাহিরে যাবেন না এবং সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আপনারা সবাই পালন করবেন আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।





