
গতকাল থেকে পুবাইল অাকাশ ভিলা স্যুটিং হাউজে “বাঘিনী” ছবির দ্বিতীয় লটের স্যুটিং শুরু হয়েছে। বাঘিনী সিনেমাটি পরিচালনা করেছেন যুগান্তর চাকমা। এর আগে বিভিন্ন লোকেশনে প্রথম লটের কাজ শেষ করেছেন এ ছবির পরিচালক। দ্বিতীয় লটের স্যুটিং এ ব্যস্ত সময় পার করছেন চিত্র নায়িকা জয়া চৌধুরী। নায়িকা জয়া চৌধুরী বলেন এটি একটি ব্যতিক্রমধর্মী ছবি। এ ছবিতে অ্যাকশন লেডি হিসেবে দেখা যাবে তাকে। তিনি বলেন ‘বাঘিনী’ ছবিতে দর্শক নতুন এক জয়া চেীধুরীকে দেখতে পাবেন। সেই ভাবেই নিজেকে তৈরি করেছেন। নায়িকা জয়া চৌধুরী আরও বলেন ‘বাঘিনী’ ছবি ছাড়াও আরও বেশ কয়েকটি কাজ তার হাতে রয়েছে। তাই একটু ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা। এ ছবিতে জয়া চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন নায়ক সাহিত খাঁন। এছাড়াও বাঘিনী ছবিতে অনান্য চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় খলনায়ক কাবিলা, ইলিয়াস কোবরা, শিবা সানু, প্রমুখ।