কুমিল্লা সদর

কুমিল্লায় শুনানি চলাকালে বিচারকের সামনে আসামির ছুরিকাঘাতে অপর আসামি নিহত

কুমিল্লায় ৩নং স্পেশাল কোর্টে হত্যা মামলার আসামি হাসানের ছুরিকাঘাতে  ফারুক নামে অপর আসামি নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে এ ঘটনা ঘটে।

 

আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের এজলাসে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। সাক্ষ্য দেওয়ার সময়  ওই মামলার আসামি হাসান অন্য আসামি ফারুককে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে ফারুক মারা যান। ঘাতক হাসানকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ফারুক লাকসাম উপজেলার ঘোষপাড়া এলাকার অহিদুল্লার ছেলে।

ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এতো নিরাপত্তার মাঝেও আসামির ছুরি নিয়ে আদালতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker