শিক্ষাঙ্গন

চান্দিনার ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে শিক্ষাবিদ যোবায়ের বাচ্চু নির্বাচিত

চান্দিনার ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে শিক্ষাবিদ যোবায়ের বাচ্চু নির্বাচিত
আলিফ মাহমুদ কায়সার
নিজস্ব প্রতিনিধিঃ
অনেক জল্পনা কল্পনার দীর্ঘ অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষার পর কুমিল্লা চান্দিনার ৭১ নং ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির অাসনে আসীন হলেন শিক্ষাবিদ মোহাম্মদ যোবায়ের হোসেন বাচ্চু ।
বর্তমানে তিনি কুমিল্লা সরকারি সিটি কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।
তিনি ভাগুরাপাড়া হাজী বাড়ীর মৃতঃ মোহাম্মদ আলী হাজীর ছোট ছেলে।
২৭ জুন সোমবার উক্ত বিদ্যালয়ের অফিসকক্ষে
সকলের সম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়।নির্বাচিত হওয়ার পরই তিনি মানসম্মত শিক্ষা ব্যবস্থায় অঙ্গিকার করেন।সকলের সহযোগিতায় শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক বান্ধব পরিবেশে বিদ্যালয় পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করায় চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সদস্য মোসাম্মৎ সেলিনা আক্তার, শিক্ষক অাবু নাছের মজুমদার,উক্ত ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম, মোঃ ইব্রাহীম খলিল, মোসাঃ শাহানাজ আক্তার,মোঃ ইব্রাহীম, ঝর্না আক্তার,মোঃ জসীম উদ্দীন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল,সহকারি শিক্ষক তাছলিমা আক্তার।
এ সময় আরোও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবুল কাশেম, আবদুল মতিন মাস্টার,মোস্তফা কামাল মামুন,আবুল খায়ের, তাজুল ইসলাম,মনির হোসেন,হেলাল উদ্দিন, আরাফাত আলী, জাহাঙ্গীর আলম মোহর,সকল শিক্ষকসহ এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।
এদিকে এমন শিক্ষাবিদকে সভাপতি হিসেবে পেয়ে বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন হবে বলে জানান নির্বাচকমণ্ডলীগণ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker