নারী ও শিশু
চান্দিনায় অটিজম বিষয়ক ১ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

চান্দিনায় অটিজম বিষয়ক ১ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ঢাকা সহযোগিতায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চান্দিনা আয়োজনে কুমিল্লার চান্দিনায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজ এ্যাবিলিটিজ(এন ডিডি) বিষয়ক কর্মশালা ২০ জুন বৃহস্পতিবার ১ দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল হক, মোঃ আবদুল কাদের , সহকারী অধ্যাপক, মাস্টার ট্রেইনার অটিজম।
উক্ত কর্মশালায় চান্দিনা উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।





