চান্দিনাশিক্ষাঙ্গন

চান্দিনায় বিনামূল্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস্ ও বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে লিফলেট বিতরণ

অাজ_সকালে_চান্দিনায় পথচারী, চালক, সেলুন, হোটেল কর্মচারী ও কৃষকদের বিনামূল্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস্ ও বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১ ঘটিকায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে নভেল করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সুবিধাবঞ্চিত জনসাধারণ, সেলুন, হোটেল কর্মচারী ও কৃষকদের মধ্যে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস্ বিতরণ ও বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ চান্দিনা উপজেলা শাখা।

সকালে উপজেলা সদরে চালক, পথচারী, কয়েকটি সেলুন, খাবার হোটেল দোকানে কর্মচারীদের মধ্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস বিতরণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ।

চান্দিনা বাজারসহ বিভিন্ন গ্রামে গিয়ে কার্যক্রম পরিচালনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল, সংগঠনের উপদেষ্টা মোঃ মহসিন মিয়া, ডাঃ শাহিদুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি সৌরভ অাহম্মেদ মাক্সুদ, সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল্লাহ মানছুর, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মিয়াজী প্রমুখ।

 

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিতে গত বুধবার থেকে কার্যক্রমটি শুরু হয়ে সারা দেশে অাগামী ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে বলে জানান সংগঠনের সভাপতি কাওসার অালম সোহেল। তিনি অারো জানান প্রতিদিনই লাল সবুজের সদস্যরা গ্রামে গ্রামে যাচ্ছেন, কৃষক সহ বাড়ির গৃহিনীদের সচেতন করার জন্য।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker