চান্দিনারাজনীতি

নৌকা এবার অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের“মোঃ মহসিন প্রাধান।

নৌকা এবার অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের“মোঃ মহসিন প্রাধান।

 

কুমিল্লা(চান্দিনা)প্রতিনিধিঃগোলাম বাবু।

 

কুমিল্লা(০৭)চান্দিনা উপজেলার ১২নং বরকরই ইউনিয়নের কৃতী সন্তান,রাজপথের লড়াকু সৈনিক,সৎ নিষ্ঠাবান,যুব সমাজের অহংকার,বিশিষ্ট সমাজ সেবক,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,বিশিষ্ট ব্যাবসায়ী, যুব সমাজের প্রিয় ব্যাকিত্ব ও গনমানুষের নেতা,চান্দিনা উন্নয়নের কারিগর,সৎ নিষ্ঠাবান ,চান্দিনার পাঁচ বারের সফল এমপি মহদ্বয়,সাবেক ডেফুটি স্পিকার জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের একনিষ্ঠ রাজপথের সৈনিক মোঃ মহসিন প্রাধান।

 

 

রাজনীতিক জীবনীঃ

রাজনীতি প্রথমে শুরু হয়১৯৯৬ সালে,তবে পুরাপুরি শুরু হয় ২০০০সালে,আর পিছনে তাকায় নি তখন থেকে অার থেমে নেই,রাজপথে নেতার আগে পিছনে থেকে সবসময় নিজেকে নিবেদিত করে,হয়ে ওঠে বর্তমান এমপি মহোদ্বয়ের খুব কাছের একজন একনিষ্ঠ বঙ্গন্ধুর আদর্শের সৈনিক,,ছাত্র রাজনীতি থেকে শুরু করে ২০১২ সালে চান্দিনা থানা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ  সম্পাদক হয়েছেন,২০১৮ এসে এমপি মহোদ্বয় নিজে প্রস্তাব করে বরকরই ইউনিয়ন যুবলীগ সভাপতি ঘোষণা করেন। কারণ তিনি সবসময় কর্মী বান্ধব মানুষ,সবসময় সততা ও নিষ্ঠার সাথে কার্যকর্ম চালিয়ে যান,

 

মোঃ মহসিন প্রাধান চান্দিনার সময় প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন,চান্দিনায়আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার টিকেট এমপি মহদ্বয় ই পাবেন,কারণ হিসাবে বলেন আপনারা চান্দিনার প্রত্যেক ইউনিয়নে ঘুরে দেখেন এমপি মহদ্বয়ের জনপ্রিয়তা কেমন। চান্দিনার মানুষ এমপি মহদ্বয় কে ছারা কাউকে ভাবতেই পারেনা। চান্দিনাতে অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয় আছে এবং সামনের দিনেও থাকবে ইনশাআল্লাহ।

 

মোঃ মহসিন প্রাধান আরও বলেন,চান্দিনা আওয়ামীলীগের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীরা একতাবদ্ধ। অপেক্ষমাণ থাকুন অচিরেই জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন। আমি আস্থা ও বিশ্বাসের সাথে বলি অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের বিকল্প কেহ নেই।  আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার অভিবাবক জননেতা অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের জন্য দোয়া করবেন,পরিশেষে চান্দিনার সময় পত্রিকার প্রতিনিধি কে ধন্যবাদ জানান।

Close