নারী ও শিশু
চান্দিনা কাঠেরপুলে ৮ কেঁজি গাঁজা সহ নারী মাদক ব্যাবসায়ী আটক

চান্দিনা কাঠেরপুলে ৮ কেঁজি গাঁজা সহ নারী মাদক ব্যাবসায়ী আটক
কাউসার আহমেদ
কুমিল্লার চান্দিনায় ৮ কেঁজি গাঁজা সহ মোসা. লিজা আক্তার (২৪) নামে এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
১৯ মার্চম ঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে চান্দিনা উপজেলার রারিরচর কাঠেরপুল এলাকায় ঢাকাগামী এশিয়া এয়ারকন বাসে তল্লাশী করে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস আই) নোমান হোসেন তাকে আটক করে। এসময় আটক লিজা আক্তারের পায়ের নিচে রাখা ৮ কেজি গাজা উদ্ধার করা হয়।
নারী মাদক ব্যাবসায়ী লিজা কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলার, শুভপুর গ্রামের (সর্দার বাড়ীর) মো. খাইরুল ইসলামের স্ত্রী।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আবুল ফয়সল জানান, ঢাকাগামী একটি এশিয়া এয়ারকন বাসে তল্লাশী করে ৮ কেজি গাজা সহ লিজা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরোদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।





