কুমিল্লা সদরজাতীয়

কুমিল্লায় জাতীয় পার্টির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

কুমিল্লায় জাতীয় পার্টির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

জাতীয় পার্টির নব-গঠিত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. লুৎফুর রেজা খোকন। দলের চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপ-নেতা জি.এম কাদের এম.পি সম্প্রতি ওই কিমিটি ঘোষণা করেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন কুমিল্লা উত্তর জেলা, দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কুমিল্লার ঝাউতলাস্থ রেজিয়া মঞ্জিলে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। সভায় সামাজিক সংগঠন বৈশাখী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকেও সংবর্ধনা প্রদান করা হয়।

 

এতে কুমিল্লা মহানগর জাতীয় পার্টি নেতা ছালামত আলী খান বাচ্চু’র সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ও দেবিদ্বার উপজেলা সভাপতি ড. ফিরোজ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. আকতার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা নেতা মাহবুবুর রশিদ মাহাবুব, বাঙ্গারা থানা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান, মুরাদনগর উপজেলা জাতীয় পার্টি নেতা মো. আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আকতার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক ইমরান মুন্সী, চান্দিনা উপজেলা সেচ্ছাসেবক পার্টি নেতা মো. আহসান, মো. হিরন মেম্বার, জাতীয় ছাত্র সমাজ চান্দিনা পৌর শাখার সভাপতি মো. ছাদেকুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক মো. মিনহাজ, শ্রমিক পার্টির সভাপতি মো. হোসেন গাজী, ওলামা পার্টির আহ্বায়ক মাওলানা হোসাইন পান্ডা, জাতীয় তরুণ পার্টির নেতা কেফায়েত উল্লাহ, চান্দিনা উপজেলা ছাত্র সমাজ নেতা সাকিবুজ্জামান রোহান, গাজী নাইম কাশফুল, সাকিব, জাতীয় মটর শ্রমিক পার্টির নেতা মো. সোহেল রানা প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker