তিতাস

ব্রাহ্মণপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা টানাব্রীজ সংলগ্ন এলাকায় সরকারী জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে দোকানঘর নির্মাণ করায়, কুমিল্লা জেলা প্রশাসক এর নির্দেশে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা টানাব্রীজের উত্তর পূর্ব পাশে সরকারী জায়গা দখল করে একটি মহল অবৈধ ভাবে দোকানঘর নির্মাণ করে। পরে গতকাল দুপুরে জেলা প্রশাসক এর নির্দেলে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ঐ অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেন। এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে থানার এস আই তীথংকর দাশ এর নেতৃত্বে পুলিশের একটি দল উচ্ছেদ কার্যক্রমে যোগ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার মোঃ নায়েব আলী ও উপজেলা সার্বেয়ার মোঃ রুহুল আমিন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker