আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

‘গুজবে কান নয়, নেত্রীর হাতে থাকা আমলনামা দেখেই মনোনয়ন’

‘গুজবে কান নয়, নেত্রীর হাতে থাকা আমলনামা দেখেই মনোনয়ন’

 

বিগত ৫ বছরের কর্মফল বিশ্লেষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হবে, কোনো গুজবে আকৃষ্ট হয়ে নয়- বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যিনি যোগ্য ও জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে তাকেই দলের প্রার্থী হিসেবে বাছাই করা হবে বলে জানান তিনি। শনিবার নাটোর রেলস্টেশনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ট্রেনে করে উত্তরবঙ্গ সফরে গেছে। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নীল সাগর এক্সপ্রেসে শনিবার সকালে ঢাকা থেকে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি রওয়ানা করে। ট্রেনটি নীলফামারী গিয়ে থামবে। যাত্রাপথে ওবায়দুল কাদের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার কথা রয়েছে।

নাটোরের পথসভায় ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দিনে যার জনপ্রিয়তা বেশি রয়েছে শেখ হাসিনা তাকেই মনোনয়ন দেবেন। সবার আমলনামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে। কেউ লাফালাফি করে মনোনয়ন পাবেন না। যার গ্রহণযোগ্যতা রয়েছে তিনিই আওয়ামী লীগের প্রার্থী হবেন।’

বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না। গত ১০ বছরে এই ঈদের পর আন্দোলন, সেই ঈদের পর আন্দোলন, এমন করতে করতে তারা ২০টি ঈদ পার করেছে। কিন্তু তাদের আন্দোলন আর আলোর মুখ দেখেনি। আগামী দুই মাসের মধ্যেও আর কোনো আন্দোলন হবে না। দিনে দিনে এখন বিএনপির ভোট কমে যাচ্ছে।’

 

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।

 

 

 

 

Close