লাইফস্টাইল
নিশ্চুপ ভালোবাসা ছবিটির দর্শকের হৃদয়ের হৃদয় ছুঁয়ে যাবে-রাশেদ প্রহর

নিশ্চুপ ভালোবাসা ছবিটির দর্শকের হৃদয়ের হৃদয় ছুঁয়ে যাবে-রাশেদ প্রহর
বাংলা চলচ্চিত্রের অভিনেতা রাশেদ প্রহর। তিনি ঢালিউড, টালিউডের ও বলিউডে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তিনি হিন্দি মুভি দ্যা ডাক শ্যাডো নামের মুভিতে অভিনয় করেন। সম্প্রতি ‘নিশ্চুপ ভালোবাসা’ নামে ছবির শুটিং শেষ করেছেন তিনি। ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা রুবেল মাহমুদ। আর কে প্রোডাকশনের ব্যনারে নিশ্চুপ ভালোবাসা ছবিটি নির্মাণ করছেন গ্রীণলুক এন্টারটেইনমেন্ট। ছবিটির কাহিনী সংলাপ করেন কিশোর রাব্বানী, প্রযোজনা করেছেন রাশেদ খান।গল্পের মুল চরিত্রে অভিনয় করেন রাশেদ প্রহর,আফফান মিতুল ও সারা জেরিন।
ছবিটির প্রসঙ্গে রাশেদ প্রহর বলেন,নিশ্চুপ ভালোবাসা ছবিটির দর্শকের হৃদয়ের হৃদয় ছুঁয়ে যাবে ছবিটির কাহীনি ও অভিনয় এতটাই দর্শকের কাছে জনপ্রিয় হবে যা যুগ যুগ ধরে তাদের হৃদয়ের থাকবে।
‘নিশ্চুপ ভালোবাসা’ ছবিতে রাশেদ প্রহর, সারা জেরিন ও আফফান মিতুল ছাড়াও আরও অভিনয় করেছেন রিপন গাজি, রাশেদ খান, রোজি, সুবর্ণা, নুর হোসাইন চার্লি, উত্তম অধিকারী, জ্যাকি আলমগীর, সিমান, সরল হাসমত সহ আরো অনেকে।





