তথ্য প্রযুক্তি
দুরারোধ্য “লিভার সিরোসিস” রোগে আক্রান্ত অসহায় মনির কে বাঁচাতে এগিয়ে আসুন।

দুরারোধ্য “লিভার সিরোসিস” রোগে আক্রান্ত অসহায় মনির কে বাঁচাতে এগিয়ে আসুন।
নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নেওয়াজের ডগি গ্রামের মনু চটকি বাড়ির মো মনির হোসেন ড্রাইভার।
বিগত ২ বছর যাবৎ তিনি দুরারোগ্য “লিভার সিরোসিস” রোগে আক্রান্ত হয়ে ঢাকা ও নোয়াখালীতে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে করাতে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন। এখনও তার চিকিৎসা চলমান রয়েছে।
বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধের পর্যায়ে। তার চিকিৎসার জন্য দেশের বিত্তবান থেকে শুরু করে সবার কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
সমাজের সকল দানবীর ও বিত্তবানদের নিকট আবেদন আপনারা সবাই এই অসহায় মানুষটির চিকিৎসার সহায়তায় এগিয়ে আসুন।
সাহায্য পাঠাতে যোগাযোগ করুন 01835170463 (বিকাশ পার্সোনাল)
রোগীর সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01628838819 (রোগীর আত্মিয়)
আপনার একটি শেয়ারও রোগীকে সাহায্য পেতে সহায়তা করবে। তাই সবাই পোষ্টটি সর্বোচ্চ শেয়ার করুন।।





