জাতীয়

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের জন্য আইজিপি’র ঈদ উপহার

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের জন্য আইজিপি’র ঈদ উপহার

 

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। প্রিয়জন হারানো এসব পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।

 

চলমান করোনা যুদ্ধে জীবন বিলিয়ে দেওয়া ৭ পুলিশ সদস্য ও গত বছর ২০১৯ সালে দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৯১ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে।

 

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বুধবার পাঠানো এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য এবং ঈদের পোশাক।

 

বাংলাদেশ পুলিশ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদেরকে প্রতি বছর ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি ইউনিটে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের মধ্য দিয়ে স্মরণ করে থাকে। এছাড়া, তাদের পরিবারের সদস্যদের যে কোনো প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কল্যাণ শাখা থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হয়।

 

সংবাদসূত্র: পুলিশ সদরদপ্তর, ঢাকা

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker