
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে দলীয় প্রার্থী চূড়ান্তে বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামীলীগ। ওই সভায় সকল ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানদের মতামতের ভিত্তিত্বে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, ভাইস চেয়ারম্যান পদে জহিরুল ইসলাম মুন্সি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া আক্তারের নাম চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার (১ ফেব্রুয়ারী) বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রার্থী বাছাই করতে সভা ও দফায় দফায় নানা কৌশল অবলম্বন করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র নেতৃত্বাধীন উপজেলা আওয়ামীলীগ।
পরবর্তীতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র ও সকল ইউনিয়নের চেয়ারম্যান এর মতামত ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ৩১জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রত্যেক ভোটার ৩টি পদের জন্য পৃথক তিনটি ভোট প্রদান করেন।
ওই ভোটে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ১৭ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম ১৪ ভোট পান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৬ প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি ১৭ ও স্থানীয় ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন ১৪ ভোট পান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার ৩১ ভোট পান।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।





