চান্দিনা

চান্দিনায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসচ্ছলদের মাঝে বস্ত্র বিতরণ

চান্দিনায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসচ্ছলদের মাঝে বস্ত্র বিতরণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল পরিবারের নারী সদ্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বিতরণ অনুষ্ঠান হয়।

এসময় বিভিন্ন বয়সী ৩ শতাধিক নারীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এমপি।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাংবাদিক রণবীর ঘোষ কিংকর।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস সহ সাংবাদিক, সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker