লাইফস্টাইল
নতুন সিনেমা“কারাতে রানী”শুটিং অচিরেই শুরু হতে যাচ্ছে নায়িকা জয়া চৌধুরী।

জনপ্রিয় বাংলা সিনেমার নায়িকা জয়া চৌধুরীর নতুন ছবি“ কারাতে রানী”শুটিং এর কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করার জন্য আলোচনার মূহর্তে। নায়িকা জয়া চৌধুরী বাংলা সিনেমায় এখন জয়জয়কার,অনেকটা ব্যাস্ত সময় পার করছেন
নতুন বছরের শুরুর দিকে প্রায় ডজনখানেক এর উপরে ছায়াছবির কাজ হাতে আছে। ইতিমধ্যে বাংলাদেশের সবার জনপ্রিয় নায়িকা হিসাবে আবির্ভাব ঘঠেছে শুধুমাত্র তার নিরলস পরিশ্রম মনমুগ্ধকর অভিনয় করে দর্শকের হুদয়ে স্থান করে নিয়াছে,নতুন ছবি““কারাতে রানী” ছায়াছবি তে দর্শকরা জয়া চৌধুরীকে ভিন্নরুপে দেখবে কারাতে রানী ছায়াছবির গল্প কাহিনী অসাধারণ বলে জানা গেছে এখন নতুন চমক নিয়ে জয়া চৌধুরী আসছে দর্শকের মাঝে।






