চান্দিনা

চান্দিনায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মানবেতর জীবন;শর্ত মেনে ব্যবসা পরিচালনার সুযোগ দাবি

চান্দিনায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মানবেতর জীবন;শর্ত মেনে ব্যবসা পরিচালনার সুযোগ দাবি

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনায় প্রশাসনের উচ্ছেদ অভিযান এর পরে মানবেতর জীবন যাবন করছেন ৩৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ভাসমান ফল ব্যবসায়ী। ফুটপাত ও রাস্তাঘাট দখলমুক্ত করতে গত ১৩ জুন উপজেলা সদরের পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা থানা পুলিশ ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। চান্দিনা পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার এলাকায় রাস্তার দুই পার্শ্বে ও ফুটপাতে ওই অভিযানের ফলে ক্ষুদ্র ব্যবসায়ী ও ভাসমান ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ করা হয়।

এরপর থেকে স্বাভাবিক জীবন যাপন করতে হিমসিম খাচ্ছে তারা। এদের বেশির ভাগই দিন এনে দিন খাওয়া মানুষ। করোনা পরিস্তিতিতে সরকার ঘোষিত লকডাউন চলাকালে দোকান বন্ধ রাখার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তারা। এরপর ব্যবসা পরিচালনা করে ওই সময়ের আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি ওই ব্যবসায়ীরা।

বর্তমানে উচ্ছেদের পর তাদের ব্যবসা পরিচালনার জন্য কোন স্থান নির্ধারণ না করায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন তারা।

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যে কোন শর্ত মেনে নির্দিষ্ট কোন সরকারি জায়গায় বৈধভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ দাবি করেন তারা।

চান্দিনা বাজারের ক্ষতিগ্রস্থ ফল ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম ও মো. শরীফুল ইসলাম জানান, আমাদের দোকান পাট তুলে দেওয়ার পর থেকে আমাদের ৩ বেলা খাবার খাওয়াটাও কস্টের হয়ে দাঁড়িয়েছে। রোজগার নাই অনেক কস্টে দিন কাটাচ্ছি। প্রশাসন অথবা পৌরসভা কর্তৃপক্ষ যেই শর্ত দিবে আমরা সেই শর্ত মেনে ব্যবসা করবো। তবু আমাদের নির্দিষ্ট কোথাও একটু বসে বৈধ ভাবে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. মিজান, রিপন বলেন- চান্দিনা বাজারে অনেক সরকারি খালি জায়গা আছে। যে কোন জায়গায় যদি আমাদের একটু বসে ব্যবসা করার সুযোগ দেয় পরিবার নিয়ে কোনো রকম বাঁচতে পারবো। ইজারা, টেক্স কিংবা ট্রেড লাইসেন্স যেই নিয়মই করা হোক আমরা তা মেনে নিবো। তবুও আমাদের একটু ব্যবসা চালানোর জায়গা দেওয়ার আবেদন করছি।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে তারা ব্যবসা পরিচালনা করত। ফলে চান্দিনা বাজারে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো। তাদেরকে উচ্ছেদ করার পর এখন যানজট নিরসন হয়েছে। আশাকরি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ বাজার পরিচালনা কমিটি তাদের ব্যবসা পরিচালনার স্থান নির্ধারণ করে দিবেন।

এব্যাপারে চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ্ব মো. শওকত হোসেন ভূইয়া জানান, ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় যানজট ও মানুষের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হতো। ওই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিটি যৌক্তিক। এরা সবাই আমাদের এলাকারই লোক। তাদের জীবন যাপনের কষ্টের বিষয়টি আমি অবগত আছি। আমরা পৌরকর্তৃপক্ষ তাদের জন্য একটি স্থান নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরি খুব তাড়াতড়ি সমস্যাটির সমাধান হয়ে যাবে।

সূত্র সিএইচ নিউজ

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker