জেলার খবর
নিমসারের পত্রিকার হকার আব্দুর রহমান বুলুর ইন্তেকাল

নিমসারের পত্রিকার হকার আব্দুর রহমান বুলুর ইন্তেকাল
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন নিমসার এলাকার বিশিষ্ট পত্রিকা বিলি কারী ( হকার) আব্দুর রহমান বুলু (৮৫)গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টায় বার্ধক্য জনিত কারণে পরিহল পাড়া নিজবাড়তে মৃত্যু বরন করেন ( ইন্না লিল্লাহি ওয়া……. রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ জোহর উপজেলার মোকাম ইউনিয়ন এর পরিহল পাড়া মুন্সী বাড়ির পাশের মাঠে মরহুমে জানাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।





