খেলাধুলা
মেসি–রোনালদোর সঙ্গে তুলনা নিয়ে যা বললেন হলান্ড

আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে’—বিরহের সুরে গাওয়া হেমন্ত মুখোপাধ্যায়ের গানটির মতো লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পথও বেঁকে গেছে।
মেসি গেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে, রোনালদো যোগ দিয়েছেন সৌদি আরবের আল নাসরে। একবিংশ শতাব্দীর সেরা দুই ফুটবলার দুই মহাদেশকে নিজেদের নতুন ঠিকানা হিসেবে বেছে নেওয়ায় দীর্ঘ দেড় দশকের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইটা যে শেষ হয়ে গেছে, সেটা কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন রোনালদো।
মেসি–রোনালদোর প্রস্থানে এখন ইউরোপীয় ফুটবলে রাজত্বের ব্যাটনটা যে দুজনের হাতে উঠতে যাচ্ছে বলে ফুটবলপ্রেমীরা মনে করছেন, তাঁরা হলেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড। দুজনের বয়স, গোল করা ও করানোর সামর্থ্যও সেই কথা বলছে।
সেই ব্যালন ডি’অর প্রদানকারী ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারেই মেসি–রোনালদোর দীর্ঘ দিনের উপভোগ্য লড়াই আর তাঁদের জায়গায় নিজেকে ও এমবাপ্পেকে দেখা, না–দেখা নিয়ে আলোচনা করেছেন হলান্ড। বলেছেন, ‘সবাই এটা (মেসি–রোনালদোর জায়গা নেওয়া) মনে করেন। কিন্তু আপনাকে জোর গলায় বলতেই হবে, (ইউরোপে) মেসি ও রোনালদো কতটা অবিশ্বাস্য ফুটবল খেলে গেছেন। আপনাকে এটাও মনে রাখতে হবে, এই বয়সেও তাঁরা নিজেদের কাজ করে যাচ্ছেন। এখনো তাঁরা অসাধারণ খেলোয়াড়।’
পিএসজি তারকা এমবাপ্পের সঙ্গে দ্বৈরথ নিয়ে বলেছেন, ‘আমি অন্যের সঙ্গে নিজের তুলনা করি না। ব্যাপারটাকে আমি ওভাবে দেখিও না। আমার সব মনোযোগ প্রতিদিন আরেকটু উন্নতি করায়, খেলাটাকে উপভোগ করতে থাকায়। আমি নিজ সংস্করণের সেরা হতে চাই।’