জাতীয়জেলার খবর

জেলা স্বাস্থ্য বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.সাকিব ও স্বাস্থ্য পরিদর্শক রজ্জবনেছা

জেলা স্বাস্থ্য বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.সাকিব ও স্বাস্থ্য পরিদর্শক রজ্জবনেছা

 

আকিবুল ইসলাম হারেছঃ

 

কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে শুদ্ধাচার পুরস্কার-২০২২ বিতরণ করা হয়েছে।

 

গত শনিবার (১৬ জুলাই) কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ওই পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।

 

অনুষ্ঠানে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুই ক্যাটাগরিতে জেলা স্বাস্থ্য বিভাগীয় শ্রেষ্ঠ পুরুষ্কার অর্জন করে।জেলার শ্রেষ্ঠ রোগনির্ণয় ও রোগনিয়ন্ত্রণ মেডিকেল অফিসার হিসাবে ডা. সাকিব মোরসালিন এবং শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক হিসাবে রজ্জবনেচ্ছা ওই পুরষ্কার অর্জন করেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খু্রশীদ আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর ওই দুইজনের হাতে পুরুষ্কার তুলে দেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা প্রতিনিধি, সরকারের স্বাস্থ্য উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।

 

পুরষ্কার পেয়ে মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. সাকিব মোরসালিন চান্দিনা.টিভি কে জানান, এমওডিসির দ্বায়িত্ব পালনের সময় আমাকে সর্বাত্মক সমর্থন ও দিক নির্দেশনা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আরিফুর রহমান স্যার।স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।পুরষ্কার পেয়ে আমি খুব আনন্দিত।স্যারের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং স্যারের নেতৃত্বেই ভবিষ্যত স্বাস্থ্য সেবায় আমরা অনেক দুর এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আরিফুর রহমান জানান,দায়িত্ববোধ আর সঠিক দিক নির্দেশনার ফলে এ অর্জন সত্যিই প্রশংসনীয়।তাদের এমন কৃতিত্বের ফলে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গর্বিত।ভবিষ্যতে জনবান্ধব স্বাস্থ্য সেবা দিতে এই অর্জন আমাদের উৎসাহিত করবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker