জাতীয়

সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিত্সকরা এবং পরিবারের লোকজন জানিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার সাহারা খাতুনের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ভাগ্নে মজিবুর রহমান।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে আজ শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ওনার লিভারে ইনফেকশন আছে। হার্টে পানি এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে, সাহারা খাতুনের করোনা ভাইরাস টেস্টে নেগেটিভ আসে জানিয়েছে চিকিৎসকেরা। ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

আরও পড়ুন: ‘করোনা :যুক্তরাজ্যের হাসপাতালে দক্ষিণ এশীয়দের মৃত্যুঝুঁকি বেশি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker