ফিচার

চান্দিনায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পরিবারকে চেক প্রদান

চান্দিনায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পরিবারকে চেক প্রদান

 

।। মো. আবদুল বাতেন।।

 

কুমিল্লার চান্দিনায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পরিবারের মাঝে চেক প্রদান করেছে কুমিল্লা জেলা পরিষদ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মহিচাইল বাজারস্থ জেলা পরিষদ সদস্যের কার্যালয়ে ওই চেক বিতরণ করেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম।

 

তিনি জানান- এলাকায় অনেক অসহায় পরিবার রয়েছে যাদের সন্তানরা অনেক মেধাবী। কিন্তু অর্থাভাবে লেখাপড়ার খরচ বহন করতে পারছেন না। ওইসব পরিবারের মাঝে জেলা পরিষদ আর্থিক সহায়তা প্রদান করছেন। এরই অংশ হিসেবে চান্দিনা উপজেলার ৬টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদানের লক্ষ্যে চেক বিতরণ করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, সাবেক চেয়ারম্যান সামছুল আলম, উপজেলা কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম লবু, যুবলীগ নেতা মো. জাকির হোসেন প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker