আন্তর্জাতিক

প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়ালো সৌদি আরব সরকার।

প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়ালো সৌদি আরব সরকার।

 

আকামার মেয়াদ বাড়ালো সৌদি সরকার

ছুটিতে এসে করোনার কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেকটা স্বস্তির খবর সৌদি সরকারের তরফ থেকে। প্রবাসী শ্রমিকদের আকামা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে দেশটির সরকার। এক টুইট বার্তায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিবিসি নিউজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মেয়াদোত্তীর্ণ ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া।এদিকে, সৌদিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণের অনুমতি মিলেছে। সৌদি সরকার বিশেষ দুইটি ফ্লাইটের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ দুটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশি শ্রমিকদের রিয়াদ ও জেদ্দায় পৌঁছে দেয়া হবে।এর আগে, ভিসার মেয়াদ বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য সৌদি সরকারকে চিঠি দেয়া হয়েছে। সৌদিতে সরকারি ছুটি থাকায় সিদ্ধান্তের জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker