জাতীয়রাজনীতি

ইসমাঈল হত্যা মামলার রায়ে বেকসুর খালাস জোয়াগ আওয়ামীগের সাধারণ সম্পাদক শুভেচ্ছা জানান ওমর ফারুক

ইসমাঈল হত্যা মামলার রায়ে বেকসুর খালাস জোয়াগ আওয়ামীগের সাধারণ সম্পাদক শুভেচ্ছা জানান ওমর ফারুক 

 

 

কুমিল্লা চান্দিনা উপজেলার কৈলাইন লক্ষীপুর গ্রামের জোয়াগ আহাম্মদীয়া উচ্ছ বিদ্যালয়ের ছাত্র ইসমাঈল হোসেন হত্যার রায় আজ চট্রগ্রাম দ্রুত বিচার আদালতে ঘোষণা করা হয়েছে। এই মামলায় জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী সৎ নিষ্ঠাবান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জনাব আবদুস সালাম সওদাগর কে স্ব ইজ্বতে বেকসুর খালাসের রায় প্রধান করেছে মাননীয় আদালত। এই প্রসঙ্গে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে আবদুস সালাম সওদাগর মুঠোফোনে বলেন সত্যের জয় হয়েছে,আমি নির্দোশ হয়েও আমি মামলার আসামী হলাম এবং কারাভোগে ছিলাম,আমি চির কৃতজ্ঞ সবাইর কাছে যারা আমার জন্য দোয়া করেছে। সব অপশক্তির জবাব এই রায়ে দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের দুঃখে সুখে সবসময় পাশে থেকে সেবা করতে পারি।

 

 

 

উক্ত রায়ে ৬ জন আসামীর মাঝে ২জন বেকুসর খালাস ৪ জন কে যাবতজ্জীবন দন্ড প্রদান করেছে।

 

 

Close