জাতীয়

শিবগঞ্জে করোনা আক্রান্ত দম্পতি গ্রামছাড়া, ঠাঁই হলো মুরগির খামারে

শিবগঞ্জে করোনা আক্রান্ত দম্পতি গ্রামছাড়া, ঠাঁই হলো মুরগির খামারে

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক দম্পতিকে গ্রামছাড়া করা হয়েছে। গ্রামে জায়গা না মেলায় তাদের ঠাঁই হয়েছে পাশের গ্রামের একটি মুরগির খামারে।

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামে ঘটেছে এমন ঘটনা।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি জানান, গত ২১ মে স্ত্রী নিয়ে গাজীপুর থেকে তিনি নিজ গ্রাম শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী গ্রামে আসেন। এরপর তাদেরকে তার সৎ মা বাড়িতে জায়গা দিতে অস্বীকৃতি জানান। পরে তিনি বিষয়টি বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হককে জানান। চেয়ারম্যান বিষয়টির সমাধান করতে ব্যর্থ হন।

তিনি জানান, নিজ বাড়িতে আশ্রয় না পেয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে পাশের গ্রাম শ্যামপুরের বাবুপুরে শ্বশুরবাড়িতে যান। সেখানেও গ্রামবাসীদের বাধার সম্মুখীন হন তারা। পরে তার শ্বশুরবাড়ির লোকজন পাশের একটি মুরগির খামারে তাদের থাকার ব্যবস্থা করেন।

Close