আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় ৩ লাখ ৮৭ হাজার মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে করোনায় ৩ লাখ ৮৭ হাজার মানুষের মৃত্যু

নিউজ ডেস্কঃ বৈশিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কোন ভাবেই থামানো যাচ্ছে না। সেই সঙ্গে লাগামহীন ভাবেই বেড়ে যাচ্ছে এই রোগে আক্রান্তের সংখ্যাও।

 

ওয়ার্ল্ডও মিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার লোকের। নতুন আক্রান্তের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

 

এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৮৭ হাজারে। মোট আক্রান্ত ৬৫ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

 

বুধবার সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিলে। দেশটিতে একদিনেই মারা গেছে প্রায় ১৩ শ মানুষ। যা করোনা আক্রান্তের পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানি। নতুন প্রায় ২৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ছয় লাখের কাছাকাছি।

 

একদিনে যুক্তরাষ্ট্রেও মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। দেশটিতে এ যাবতকালীন মোট মৃত্যু এক লাখ ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ।

 

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন ২৫৯ জন। এ নিয়ে মোট মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে।

Close