আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জলবায়ু সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে এতথ্য জানানো হয়। দক্ষিণ এশিয়া থেকে শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে।

২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই ভার্চুয়াল সম্মেলন সাধারণ জনগণের জন্য সরাসরি সম্প্রচারও করা হবে বলেও জানানো হয়েছে। দায়িত্ব নেয়ার ১ম দিনেই যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনেন বাইডেন। এর কিছুদিন পরই জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশগুলোকে নিয়ে সম্মেলনের পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।

বিশ্ব নেতাদের এই সম্মেলন জলবায়ু ঝুঁকির প্রতি আরও গুরুত্ব আরোপের পাশাপাশি কার্যকর ব্যবস্থা নিতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Close