জাতীয়জেলার খবর

হায়রে কুমিল্লা! যে নামে আমরা কুমিল্লা/কুমিল্লাবাসী হিসেবে গর্ববোধ করি

হায়রে কুমিল্লা! যে নামে আমরা কুমিল্লা/কুমিল্লাবাসী হিসেবে গর্ববোধ করি ও কুমিল্লার সন্তান হিসেবে বাংলাদেশসহ সারাবিশ্বে পরিচয় দেই, সেই কুমিল্লার ৫৫ লক্ষ মানুষকে বৃদ্ধাঙুলি দেখিয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘনা নদীতে নিক্ষেপ করে ভাসিয়ে দেন ও পানিতে ডুবিয়ে মারেন কিংবা পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেন, তাহলে কাকে দিয়ে মেঘনা বিভাগ চালাবেন? আমরা কুমিল্লাবাসী রক্ত দিয়ে ও জীবন দিয়ে হলেও ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক “কুমিল্লা” নামটি রক্ষা করবো ইনশাল্লাহ। তারপরও যদি মাননীয় প্রধানমন্ত্রী ‘কু’ অক্ষরের জন্য ও অতীতের দুঃখ, কষ্ট, রাগ ও ক্ষোভের কারণে এবং কুমিল্লার ৫৫ লক্ষ মানুষের প্রাণের ও মনের সময়োপযোগী ও ন্যায্য দাবিকে অগ্রাহ্য ও উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীর আধ্যাত্মিক ও অলৌকিক শক্তি-ক্ষমতার কারণে কুমিল্লাকে মেঘনা বিভাগ নামে ঘোষণা করেন, তাহলে আমরা কুমিল্লার ৫৫ লক্ষ মানুষ আঙুল মুখে দিয়ে ঘরে বসে থাকবো না। আমরা কুমিল্লাবাসী রাজপথে আন্দোলন করে আজ, না হয় কাল কুমিল্লাকে “কুমিল্লা” নামেই বিভাগ নামকরণ করে আনবো ইনশাল্লাহ। আর যদি সরকারের প্রশাসনিক যন্ত্র ও আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের কর্মীদের সাথে রাজপথে কুমিল্লাবাসীর প্রাণের ও মনের সময়োপযোগী ও ন্যায্য দাবি আদায়কারীদের সাথে হাতাহাতি, মারামারি, সংঘাত-দ্বন্দ্ব ও সংঘর্ষ হয়ে বহু মানুষ আহত ও কিছু মানুষ মারা যায়, তাহলে এর পরিণতি শুভ ও ভালো হবে বলে আমরা কুমিল্লাবাসী মনে করি না। একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ ও মনে রাখতে হবে, তিনি যদি কুমিল্লাকে শেষপর্যন্ত মেঘনা বিভাগ হিসেবে নামকরণ করেন, তাহলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার মোট ১৩টি আসনের জনগণ একত্রিত হয়ে ও জোট বেঁধে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের “নৌকা মার্কা”-কে না বলবেন ও “নৌকা মার্কার লালবাতি” জ্বালাবেন, যাতে আওয়ামীলীগ কুমিল্লার একটি আসনেও জয়ী হতে না পারেন। এমনকি কুমিল্লার মোট ১৩টি আসনের এমপিগণ বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে কুমিল্লার ৫৫ লক্ষ মানুষের প্রাণের ও মনের সময়োপযোগী ও ন্যায্য দাবি আদায় করতে ব্যর্থ হয়েছেন, সেহেতু তাদের প্রত্যেকের নিজেদের নির্বাচনী এলাকায় “নৌকা মার্কায়” ভোট চাওয়ার জন্য যেতে পারবেন কি-না সময় বলে দিবেন ও সন্দেহ আছে। মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লাবাসীর প্রতি এতো বড় আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তিনি যেন আরেকবার আওয়ামীলীগের বর্ষীয়ান অভিজ্ঞ ও চূল পাঁকা তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসে/বৈঠক করে কুমিল্লাকে মেঘনা বিভাগ করার সিদ্ধান্ত পরিবর্তন ও বাতিল করে কুমিল্লার ৫৫ লক্ষ মানুষের প্রাণের ও মনের সময়োপযোগী ও ন্যায্য দাবি কুমিল্লাকে “কুমিল্লা” নামে বিভাগ ঘোষণা করে কিংবা কুমিল্লাকে অন্য কোনো নামে বিভাগ ঘোষণা না করে কুমিল্লাবাসীর প্রাণে-মনে স্বস্তি, আনন্দ-স্ফূর্তি ফিরিয়ে দেওয়া হোক। পরিশেষে, আমার মাতৃভূমি ও জন্মভূমি কুমিল্লায় হওয়ায় এবং কুমিল্লার সন্তান হিসেবে বিশ্বের যেকোনো প্রান্তে থাকুক না কেন আমি সকল কুমিল্লাবাসীর সুখ-শান্তি, আনন্দ -স্ফূৃর্তি এবং ঐক্যবদ্ধ ও উন্নতি কামনা করছি। আল্লাহ হাফেজ।- মুহাম্মদ আব্দুছ ছালাম, প্রধান লেখক, সম্পাদক, গবেষক, বিশ্লেষক ও সমালোচক, অবিস্মরণীয় প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা-১১০০। বিঃদ্রঃ আমার লেখাটি ফেসবুকে/মেসেঞ্জারে, ইমুতে ও হোয়াটস্ আপে শেয়ার করুন/শেয়ার করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।

Close