চান্দিনারাজনীতি

চান্দিনায় আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা দুপুরে; উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জহির মুন্সী

চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত আজ। দুপুরে উপজেলা আওয়ামীলীগ এর এক বর্ধিত সভায় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবেন তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের নীতি-নির্ধারকেরা। ওই বর্ধিত সভায় বর্তমান সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ও এমপি পুত্র এফবিসিসিআই এর সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু উপস্থিত থাকার কথা রয়েছে।

অসমর্থিত বিভিন্ন সূত্রে জানা গেছে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সীর নাম ঘোষণা আসতে পারে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরি অথবা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তারের নাম ঘোষণা আসতে পারে।

সূত্র আরো জানান, বর্ধিত সভায় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার পূর্ব পর্যন্ত বলা যাচ্ছে না কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন। দলের নীতিনির্ধারকদের কাছ থেকেও এখনো কোন সিদ্ধান্ত আসেনি। তবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে উল্লেখিত প্রার্থীদের নাম ঘোষণার সম্ভাবনাই বেশি।

 

এর আগে গত ৩০ জানুয়ারি(বুধবার) দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ১৮ প্রার্থী তাদের আবেদনপত্র জমা দেন। পূর্ব নির্ধারিত দিন ও সময় অনুযায়ী ৩০ জানুয়ারী বুধবার বিকাল ৫টা পর্যন্ত তিনটি পদের ১৮ প্রার্থী তাদের আবেদনপত্র জমা দেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৮ ও ২৯ জানুয়ারী (সোম ও মঙ্গলবার) ৫টা পর্যন্ত দুই দিনে দলীয় আবেদন ফরম প্রার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৮জন প্রার্থী। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী তাদের আবেদনপত্র সংগ্রহ শেষে জমা প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান পদের ৮জন দলীয় ফরম জমা দানকারীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা জর্জ কোটের স্পেশাল পিপি এড. মহিউদ্দিন আহমেদ আলম, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিঞা খোকা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক নাজনীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল মমতাজ, উপজেলা আওয়ামীলীগ সদস্য শওকত হোসেন ভূইয়া, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, দুবাই আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন। তবে ফরম সংগ্রহ করেও জমা দেননি কেন্দ্রিয় যুবলীগ নেতা মুজিবুর রহমান।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন দলীয় মনোনয়ন ফরম জমা দানকারীরা হলেন- উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক দীপক মজুমদার, উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি, সাবেক ছাত্রলীগ নেতা এড. নূরুউদ্দিন মিয়াজী বুলবুল, স্থানীয় ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সুমন, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী মনিরুল ইসলাম, গল্লাই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির। তবে এ পদে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেননি বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন দলীয় মনোনয়ন ফরম জমা দানকারীরা হলেন- বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, এড. হাসিনা বেগম নিশি, মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মমতাজ বেগম।

Close