অপরাধচান্দিনা

গ্রামের আনাচকানাচে মোবাইলে লুডু খেলা জুয়া চলছে,যুবসমাজ ধংশের দিকে।

গ্রামের আনাচকানাচে মোবাইলে লুডু খেলা জুয়া চলছে,যুবসমাজ ধংশের দিকে।

 

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, আকরাম হোসেন।

 

কুমিল্লা চান্দিনার প্রত্যেকটি ওয়ার্ডের বাজারে মহল্লায় মোবাইলে লুডু খেলছে টাকার বিনিময়ে যুবসমাজ আসক্ত হয়ে যাচ্ছে এই জুয়া খেলায়।আমাদের স্থানীয় প্রতিনিধি বিভিন্ন বাজারে পাড়া মহল্লায় সরেজমিনে দেখা গেছে,এই নিয়ে এলাকার লোকজন মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করছে মান সম্মানের ভয়ে কেহ প্রতিবাদ করেনা তারা দৃষ্টি আকর্ষণ করেন চান্দিনা নির্বাহী অফিসার মহোদয় ও চান্দিনা থানা অফিসার ইনচার্জ মহোদয়ের দ্রুত বিশেষ অভিযান করে এসব ব্ন্ধ করার।

Close