জাতীয়

ফাঁকা ফ্ল্যাটে ৩ দিন থেকে-খেয়ে অবশেষে গ্রেফতার চোর

ফাঁকা ফ্ল্যাটে ৩ দিন থেকে-খেয়ে গ্রেফতার চোর

গুলশানের ভাড়া বাসায় তালা দিয়ে বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্র গেছেন নর্থ অ্যান্ড কফির ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড হাবার্ড। দীর্ঘদিন ধরে ক্যাফে বন্ধ থাকায় তিনি যুক্তরাষ্টে যান। ফ্ল্যাটটি খালি থাকলেও এর ভেতরে ছিল নিরাপত্তা ক্যামেরা।সেই নিরাপত্তা ক্যামেরায় যুক্তরাষ্ট্রে বসেই দেখতে পান তাদের বাড়িতে কেউ একজন হাঁটাচলা করছে। পরিচিত একজনকে খোঁজ নিয়ে দেখার অনুরোধ করেন হুবার্ড দম্পতি।

ওই ব্যক্তি খবর দিলেন পুলিশে। শনিবার রাতে গুলশান এভিনিউয়ের ৮৯ নম্বর সড়কের ভবনে ঢোকে পুলিশ। সংযুক্ত ড্রয়িং ও ডাইনিং টেবিলে অবস্থান নেয় তারা। কাউকে দেখতে না পেলেও টেবিলের ওপর কিছু রান্না করা খাবারভর্তি কড়াই, জুসের প্যাকেট ও ওয়াইনের বোতল দেখতে পান তারা।পুলিশের উপস্থিতি টের পেয়ে লুকিয়ে ছিল সে। কয়েক মিনিটের মধ্যেই একটি বেডরুমের টয়লেট থেকে গ্রেফতার করা হয় তাকে। তার নাম মাসুম। সে মাদকাসক্ত এবং পেশায় চোর। শনিবার রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম মাসুম। বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তিন মাস ধরে এই মাসুমকে তাঁরা খুঁজছিলেন।

গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় মাসুমকে। সূত্র জানায়, চুরির জন্য এসে বাড়িতে ঢুকে প্রচুর খাবার দেখে সে। চুরির কথা ভুলে তিনদিন থাকে। ঘরের খাবারগুলো খেয়ে এই খালি ফ্ল্যাটে আরও কয়েকদিন থেকে যাওয়ার পরিকল্পনা করেছিল।

Close