চান্দিনা
চান্দিনায় মাস ব্যাপী শিল্প বাণিজ্য মেলা শুরু

চান্দিনায় মাস ব্যাপী শিল্প বাণিজ্য মেলা শুরু
মো. আবদুল বাতেন
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
চান্দিনায় এই প্রথম মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়। বৃহত্তর কুমিল্লা জেলা সবুজ মেলা বহুমুখী সমিতি’র আয়োজনে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলা উদ্বোধন করেন- প্রধান অতিথি সরকারি হিসাব ও প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে রহমান ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেলা আয়োজক কমিটির নেতা মো. বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সুরুজ ভুইয়া, বরকইট ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজী ইয়াছিন অভি প্রমুখ।
মেলায় শিশুদের বিভিন্ন রাইডার, হার্ডওয়্যার, গিফট সামগ্রী, কস্মেটিক্স, ক্রোকারিজ, শাড়ি, কাপড়, থ্রি-পিছ, জাদুর স্টল স্থান পেয়েছে। এছাড়া প্রবেশ পথেই রয়েছে দৃষ্টি নন্দন ফুয়ারা।





