চান্দিনা
ইউনিয়নের ভিতরের রাস্তাঘাট দেখার দ্বায়িত্ব এমপি মহোদয়ের নয়.এটা দেখার দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যানের
মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী

ইউনিয়নের ভিতরের রাস্তাঘাট দেখার দ্বায়িত্ব এমপি মহোদয়ের নয়.এটা দেখার দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যানের,,,এ কে এম ফয়সাল আজাদ।
নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধিঃ কুমিল্লা চান্দিনার ৩নং মাধাইয়া ইউনিয়নের তরুন রাজনৈতিক নেতৃত্বদানকারী যুব সমাজের অহংকার,মাধাইয়া ইউনিয়নের যুবদের রত্ন,৩ নং মাধাইয়া ইউনিয়ন জনগণের সেবা করতে রাজনীতিতে আশার আলো দেখছে মাধাইয়াবাসী, জনাব এ কে এম ফয়সাল আজাদ মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হবে জনগন শুনে মাধাইয়াবাসী অধির আগ্রহে প্রহর গুনছেন,তিনি আর কেহ নন,অতি পরিচিত মুখ চান্দিনা উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ -সভাপতি এ কে এম আলাউদ্দিন আল আজাদ মমতাজ সাহেবের মত একজন ক্লিন ইমেজের সুযোগ্য সন্তান,চান্দিনার জাতীয় নেতা সাবেক ডেফুটি স্পিকার চান্দিনা উপজেলা উন্নয়নের কারিগর জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব মুনতাকিম আশরাফ টিটুর আস্থাভাজন হিসেবে খ্যাত,রেমিট্যান্স যোদ্ধা, ফ্রান্স প্রবাসী, সৎ নিষ্ঠাবান বিশিষ্ট সমাজসেবক জনাব এ কে এম ফয়সাল আজাদ তার ভেরিফাই করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক আইডিতে কাশিমপুর টু জোরপুনী সড়কের অবস্থার তুলে ধরেন আমরা তা পাঠকের কাছে হুবহুব তুলে ধরলাম
( ফয়সাল আজাদ এই ফেইসবুক আইডি থেকে সংগ্রহীত সূত্র )
💟কাশিপুর টু জোরপুনী রাস্তা……..ইউনিয়নের কর্তা ঘুমায়,,,,দোষ পরে এমপি সাহেবের,,,,যারা অধ্যাপক আলী আশরাফ এমপি সাহেব কে দোষারোপ করেন ,,,তাদের জানা উচিৎ ইউনিয়নের ভিতরের রাস্তা ঘাট দেখার দ্বায়িত্ব এমপি সাহেবের নয়…এটা দেখার দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যানের,,,,আল্লাহ হেদায়াত দান করুন,আমিন💟
এ কে এম ফয়সাল আজাদ চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর মাননীয় এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন অনতিবিলম্বে আবার ও দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করার,





