জাতীয়
অর্থমন্ত্রী কুমিল্লার অহংকার আ হ ম মুস্তফা কামাল লোটাস কামালের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে।

কুমিল্লাকে চরমভাবে অপমান করলো প্রথম আলোর ক্রিড়া সাংবাদিক তারেক মাহমুদ। ঢাকা কুমিল্লা যখন মুখোমুখি ফাইনালে ঠিক তখন গতকাল শুক্রবার ফাইনালের দিন প্রথম আলোয় প্রতিবেদনে ঢাকাকে কুমিল্লার সাথে তুলনা করার ক্ষেত্রে কুমিল্লাকে চরমভাবে অপমান করলো সাংবাদিক নামের কলঙ্ক তারেক মাহমুদ। এই তারেক মাহমুদ ১৯৯৪-১৯৯৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। পাশাপাশি উনি কুমিল্লা জিলা স্কুলের ছাত্র ছিলেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেন। কুমিল্লার ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে তার কোন ধারণা না থাকায় বা হিংসার বশবর্তী হয়ে নোংরা মানসিকতার পরিচয় দিয়ে নেতীবাচক এই সংবাদ পরিবেশন করেছেন।
কুমিল্লার ইতিহাস ঐতিহ্য দুই একদিনের নয় সাড়ে চারশ বছরের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মৃতি ধারণ করে এবং সংগ্রাম ঐতিহ্য লীলাভূমি এই কুমিল্লা। এক সময় এই কুমিল্লায় ছিল ত্রিপুরা রাজধানী আর বৃহত্তর কুমিল্লার অংশ ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী চাঁদপুর বৃহত্তর কুমিল্লা ছিল। আজ কুমিল্লা দাঁড়িয়ে আছে তার ইতিহাস নিয়ে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত কুমিল্লায় ছিল একমাত্র ধারক-বাহক। ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা রূপ দিয়েছেন কুমিল্লার কৃতি সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। অসংখ্য গুণীজন এই কুমিল্লার সন্তান। ডঃ বদিউল আলম মজুমদার, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, এরা বর্তমান কুমিল্লার প্রতিচ্ছবি। বিগত দিনগুলোর কথা তুলে ধরছি না।
শিক্ষা শিল্প-সাহিত্য সংস্কৃতি পাদপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসাবে এই উপমহাদেশে সুপরিচিত। কুমিল্লার খাদি শিল্প, তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প ও কারুশিল্প, রসমালাই, মিষ্টি, ময়নামতির শীতল পাটি ইত্যাদি স্ব-স্ব ঐতিহ্য স্বকীয়তা আজও বজায় রেখেছে। কালের বিবর্তনের ধারায় এসেছে অনেক কিছু অনেক কিছু গেছে হারিয়ে হারায় নি এখনও মানুষের আন্তরিকতাপূর্ণ আতিওতা ও সামাজিক সম্প্রীতি। কুমিল্লা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল এবং কুমিল্লার আদি নাম ছিল ত্রিপুরা কারণ তৎকালীন সময়ে কুমিল্লায় ছিল ত্রিপুরার রাজধানী। ১৭৭৩ সালে বাংলার নবাব সুজাউদ্দিন ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুরে বাংলার অন্তর্ভুক্ত করেন।
ক্রীড়া সাংবাদিক তারেক মাহমুদ কে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং প্রথম আলোকে এই বিষয়ে ক্ষমা চেয়ে প্রতিবেদন তৈরি করতে হবে। ফেসবুক লাইভে এসে তাদের অন্যায় এবং তাদের এর ব্যাখ্যা দিতে হবে নতুবা কুমিল্লার কৃতি সন্তানেরা এবং কুমিল্লার আপামর জনতা প্রথম আলোকে ছেড়ে দেবে না। প্রয়োজনে মামলার জন্য প্রস্তুতি নিবে বলেও জানান কুমিল্লার কয়েকজন সাংবাদিক সহ বিশিষ্ট ব্যাক্তিগন এবং প্রথম আলো বর্জন করারও ঘোষনা দিবে কুমিল্লাবাসী।
কুমিল্লার কৃতি সন্তানদের সামান্য কিছু তালিকা-
বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানি সরকার, চরবাকর, দেবিদ্বার, কুমিল্লা। মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, ত্রিপুরার মহারাজা। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, ভাষাসৈনিক ও সাবেক গণপরিষদ সদস্য। রায় বাহাদুর অানন্দ চন্দ্র রায়, প্রতিষ্ঠাতা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শচীন দেব বর্মণ, বিখ্যাত গীতিকার ও সুরকার। ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক মন্ত্রী, বাংলাদেশ। এম কে আনোয়ার সাবেক কৃষিমন্ত্রী, বাংলাদেশ। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,সাবেক মন্ত্রী
লেঃ জেনারেল মোঃ মইনুল ইসলাম (অবঃ), OSP, BGBM, awc, psc.। মোহাম্মদ মেহেদী হাসান, লেখক বিজিবি’র সাবেক মহাপরিচালক, বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ। মেজর জেনারে(অব:) শুবিদ আলি ভূইয়া এমপি কুমিল্লা ১ আসন
ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত, প্রতিষ্ঠাতা, শ্রীকাইল কলেজ
অতীন্দ্র মোহন রায়, সাবেক চেয়ারম্যান, কুমিল্লা পৌরসভা।
আখতার হামিদ খান, প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি।
মহেশ চন্দ্র ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা, মহেশ চ্যারিটেবল ট্রাস্ট
মুজিবুল হক মুজিব, সাবেক রেলমন্ত্রী, বাংলাদেশ।
অধ্যাপক ডাঃ প্রাণগোপাল দত্ত, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
শিব নারায়ণ দাস, বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম রূপকার৷ আপেল মাহমুদ বাংলাদেশের বেতার ও বিটিভির সাবেক মহা পরিচালক গীতিকার গায়ক বীর মুক্তিযুদ্ধা, রাহুল দেব বর্মণ। মেজর আব্দুল গণি, বীর প্রতীক, প্রতিষ্ঠাতা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আজিজুর রহমান সরকার, প্রাক্তন কৃষিমন্ত্রী, বাংলাদেশ। এনামুল হক মনি, আইসিসি আম্পায়ার। আ হ ম মোস্তফা কামাল লোটাস, অর্থমন্ত্রী, বাংলাদেশ ও সাবেক আইসিসি সভাপতি। ড.মিজানুর রহমান ভিসি জবি। সুফিয়া কামাল, কবি ও নারী নেত্রী। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, লেখিকা, সমাজ কর্মী ও জমিদার। বুদ্ধদেব বসু, কবি, ঔপন্যাসিক, প্রাব