চান্দিনা

চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন

চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন

 

চান্দিনা (কুমিল্লা) কুমিল্লা।

কুমিল্লার চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান কৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপন করা হয়েছে। 

 

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শঙ্খ-কাসা, ঢাক-ঢোল ও উলুর ধ্বনিতে চান্দিনা রামকৃষ্ণ মিশন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চান্দিনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে রামকৃষ্ণ মিশন প্রঙ্গণে ধর্মালোচনা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। 

 

জন্মাষ্টমী উদযাপন কমিটির চান্দিনা উপজেলা সভাপতি সভাপতি কালী ভূষণ বক্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, চান্দিনা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার আইচ, সাধারণ সম্পাদক অধ্যাপক দীপক মজুমদার, পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, কাউন্সিলর সুরুজ ভূইয়া, রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ সভপতি সুনীল সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টার্ণ ঐক্য পরিষদ চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক বাসক চক্রবর্তী, অধ্যাপক শ্রীধর বণিক, কমল বক্সী, লক্ষণ চন্দ্র সাহা, অরূপ বণিক, নিমাই চন্দ্র মজুমদার প্রমুখ। এছাড়া সনাতনী বিদ্যাপিঠ নামে এক গীতা স্কুলের শিশু শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

 

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker