ফিচার

মুক্তির আগেই ১২০ কোটি আয়!

সিনেমাটির নাম ‘২.০’। যেখানে অভিনয় করেছেন সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমার। ব্যাস, এটুকুই যথেষ্ঠ এই সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বাড়াতে। হয়েছেও তাই। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে আলোচনার শেষ নেই। পোস্টার ও ট্রেলার প্রকাশের পর তো সেগুলো রীতিমত ভাইরাল হয়ে যায়।

এদিকে মুক্তির আগেই বিশাল অংকের অর্থ আয় করে ফেলেছে ‘রোবট’ সিনেমার এই সিক্যুয়েল। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘২.০’ সিনেমাটি হল বুকিং থেকে অগ্রিম ১২০ কোটি রুপি আয় করেছে। সিনেমা হলগুলো সিনেমাটি নেয়ার জন্য মুখিয়ে আছেন। তাই হাই রেন্টালেই ‘২.০’ নিচ্ছেন তারা।

জানা গেছে, এটাই প্রথম কোনো তামিল সিনেমা, যেটা মুক্তির আগেই ১০০ কোটির বেশি আয় করেছে। ফলে মুক্তির আগেই একটি রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি। যদিও বাজেটের দিক দিয়ে এটিই এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি ব্যয়বহুল সিনেমা বলে জানা যায়।

‘২.০’ সিনেমাটি পরিচালনা করেছেন শংকর। এতে রজনীকান্ত ও অক্ষয় কুমার ছাড়া আরো অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন, আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। এটি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোবট’ সিনেমার দ্বিতীয় সংস্করণ। এই সিনেমায় কাজ করেছে তিন হাজার টেকনিশিয়ান। এছাড়া বিশ্বের প্রায় ৫০টি দেশে এর ভিএফএক্সের কাজ করানো হয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। আগামী ২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘২.০’।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker