শিক্ষাঙ্গন
“পরিত্রাণ”কবিঃ-আবদুস্ ছাত্তার,সম্পাদক বরকরই ইউনিয়ন আওয়ামীলীগ।

“পরিত্রাণ”কবিঃ-আবদুস্ ছাত্তার,সম্পাদক বরকরই ইউনিয়ন আওয়ামীলীগ।
“””সমাজে কিছু বদ লোক আছে
পরের সমালোচনা করে পাছে।
ইসলামের ভাষায় তারাই মুনাফিক
যাদের সমালোচনা করে, তারা খোদার আশিক।
নিজের শরীরে হাজারো ছিদ্র
কথা বার্তায় মনে হয় অকৃত্রিম ভদ্র।
আসলে তাদের চরিত্র নষ্ট
অকারনে ভাল মানুষকে দেয় কষ্ট।
মুখ ও গাল পুজি ভরসা তার
যার ফলে বেইজ্জতি হয় বারবার।
তারপরও বন্ধ হয় না বদভ্যাস
তারাই করে সমাজের সর্বনাশ।
যেন চোরের মার বড় গলা
আটকে দেয়া দরকার তাদের মুখে তালা।
তাহলেই পাবে সমাজ পরিত্রাণ
রক্ষা হবে ভাল মানুষের মান সন্মান।
কবিঃ-আবদুস্ ছাত্তার সাধারন সম্পাদক বরকরই ইউনিয়ন আওয়ামীলীগ
ও
কার্য্যকরী সদস্য উপজেলা আওয়ামীলীগ চান্দিনা,কুমিল্লা।