রাজনীতি

১৯৯ আসনে প্রার্থী চূড়ান্ত,

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সার্বিক প্রস্তুতির কাজ গুছিয়ে রেখেছে। চূড়ান্ত করেছে নির্বাচনে দলের মনোনয়ন প্রার্থীদের তালিকা। অন্তত ১৯৯টি সংসদীয় আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত দলটির নির্বাচন পরিচালনা জাতীয় কমিটির বৈঠকে কমিটির চেয়ারম্যান, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রার্থী চূড়ান্ত হওয়ার বিষয়ে ইঙ্গিত দেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র এসব তথ্য জানায়। জানায়, চূড়ান্ত তালিকা অনুযায়ী বর্তমান সংসদ সদস্যদের মধ্যে অন্তত ১০০ জন মনোনয়ন পাচ্ছেন। সারা দেশের ৭৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বদলে যাচ্ছে। এ ৭৩ আসনে এবার নতুন মুখ দেখা যাবে। যদিও শেষ মুহূর্তে অনেক আসনে দলীয় প্রার্থিতা অনেকাংশে নির্ভর করবে প্রতিপক্ষের প্রার্থী মনোনয়নের ওপর। এ ছাড়া সাবেক সদস্য ও বর্তমান সংসদীয় কমিটিতে থাকা অনেকের নাম আছে মনোনয়নের চূড়ান্ত তালিকায়। মন্ত্রিসভার জনপ্রিয় ও প্রভাবশালীরাও চূড়ান্ত তালিকায় আছেন। তবে বিভিন্ন সময় নানা বিতর্কের কারণে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মিলিয়ে অন্তত ৭০ জনের বেশি এবার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই।

 

বিশেষ সংস্থা ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন নেতাদের আলাদা আলাদা পরিচালিত জরিপে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের নিজের সংসদীয় আসনে জনপ্রিয়তা কমে যাওয়ার তথ্য উঠে এসেছে। ফলে তাদের আসনে অধিকতর যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের সুযোগ দিয়ে দলের বিজয়ের সম্ভাবনা বাড়ানোর সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। তবে নানা হিসাব-নিকাশ কষে শেষ মুহূর্তে তাদের মধ্যে কারো কারো মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নাকচ করছেন না দলের নীতিনির্ধারকরা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গতকাল বৃহস্পতিবার এ প্রসঙ্গে বাংলাদেশের খবরকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। নির্বাচনের তফসিল ঘোষণার পরই মনোনয়ন কারা পাচ্ছেন, তা জানা যাবে। আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’সূত্র জানায়, আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের প্রার্থীর নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে নতুন হওয়ায় অনেককে নির্বাচনী মাঠ গোছাতে আগেভাগে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া চূড়ান্ত সব প্রার্থীকেই দল থেকে সেপ্টেম্বর মাসেই ‘সবুজ সঙ্কেত’ দেওয়া হয়েছে।

 

আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারো তিনটি আসন থেকে নির্বাচন করতে পারেন। এগুলো হলো গোপালগঞ্জ, বাগেরহাট ও রংপুরের একটি আসন।

 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকার ও দলে প্রভাবশালী হলেও সিলেট-১ আসন থেকে এবার তার নির্বাচনে লড়ার সম্ভাবনা নেই। এবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে নতুন মুখ। অর্থমন্ত্রী নিজেই তার ছোটভাই ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন আসনটিতে নৌকার প্রার্থী হবেন বলেও সম্প্রতি জানান। তবে ওই আসনে এখনো দলের প্রার্থী চূড়ান্ত নয় বলে সূত্র জানায়।

 

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জনপ্রিয় হলেও শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-১ আসনে এবার তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এ বিষয়ে অনেকে সন্দিহান। এ আসনের প্রার্থী সৈয়দ আশরাফুল আপাতত চূড়ান্ত হলেও শারীরিক কারণে তিনি অংশ নিতে না পারলে বিকল্প প্রার্থীর কথাও ভেবে রেখেছে দল।

 

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের মধ্যে যাদের মনোনয়ন চূড়ান্ত, তাদের তালিকায় আছেন ওবায়দুল কাদের নোয়াখালী-৫, আবুল হাসান মাহমুদ আলী- দিনাজপুর-৪, মোস্তাফিজুর রহমান ফিজার- দিনাজপুর-৫, আমির হোসেন আমু- ঝালকাঠি-২, আসাদুজ্জামান নূর- নীলফামারী-২, শাহরিয়ার আলম- রাজশাহী-৬, জুনাইদ আহেমদ পলক- নাটোর-৩, মোহাম্মদ নাসিম- সিরাজগঞ্জ-১, তোফায়েল আহমেদ- ভোলা-১, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব— ভোলা-৪, মতিয়া চৌধুরী- শেরপুর-২, নসরুল হামিদ বিপু- ঢাকা-৩, জাহিদ মালেক- মানিকগঞ্জ-৩; আসাদুজ্জামান খান কামাল- ঢাকা-১২, জাহাঙ্গীর কবির নানক- ঢাকা-১৩, কাজী কেরামত আলী- রাজবাড়ী-১, খন্দকার মোশাররফ হোসেন- ফরিদপুর-৩, শাজাহান খান- মাদারীপুর-২, এম এ মান্নান- সুনামগঞ্জ-৩,  নুরুল ইসলাম নাহিদ- সিলেট-৬, আনিসুল হক- ব্রাহ্মণবাড়িয়া-৪, আ হ ম মুস্তফা কামাল- কুমিল্লা-১০, তারানা হালিম- টাঙ্গাইল-৬, বীরেন শিকদার- মাগুরা-২, নারায়ণ চন্দ্র চন্দ- খুলনা-৫, আ ক ম মোজাম্মেল হক- গাজীপুর-১, কামরুল ইসলাম- ঢাকা-২, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া- চাঁদপুর-২ ও একেএম শাহজাহান কামাল- লক্ষ্মীপুর-৩।

 

বিভিন্ন সূত্র থেকে যাচাই করা আগামী নির্বাচনে নৌকার জন্য মনোনীত বর্তমান সংসদ সদস্যদের মধ্যে আছেন—০ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২, সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১, ইসরাফিল আলম নওগাঁ-৬, হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ-২, খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২, নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২, মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুর-১, ইউনুস আলী সরকার গাইবান্ধা-৩, আবদুল মান্নান বগুড়া-১, হাবিবর রহমান বগুড়া-৫, শহীদুজ্জামান সরকার নওগাঁ-২, আবদুল মালেক নঁওগা-৫, ইকবালুর রহিম দিনাজপুর-৩, টিপু মুন্সি রংপুর-৪, এ বি এম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৬, ড. হাছান মাহমুদ চট্টগ্রাম-৭, সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম-১৩, বীর বাহাদুর উশৈ সিং পার্বত্য বান্দরবান, মাহাবুব আরা গিনি গাইবান্ধা-২, রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১, আবদুল কুদ্দুস নাটোর-৪, শেখ আফিল উদ্দীন যশোর-১, মনিরুল ইসলাম যশোর-২, কাজী নাবিল আহমেদ যশোর-৩, ইসমত আরা সাদেক যশোর-৬, মাহবুবুর রহমান পটুয়াখালী-৪, তালুকদার মো. ইউনুস বরিশাল-২, খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২; মোজাহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডু টাঙ্গাইল-৪, ছানোয়ার হোসেন টাঙ্গাইল-৫, আবদুল বাতেন টাঙ্গাইল-৬, একাব্বর হোসেন টাঙ্গাইল-৭, অনুপম শাহজাহান জয় টাঙ্গাইল-৮, এএম নাঈমুর রহমান মানিকগঞ্জ-১, মমতাজ বেগম মানিকগঞ্জ-২, মজিদ মণ্ডল সিরাজগঞ্জ-৫, আবদুল ওয়াদুদ রাজশাহী-৫, তানভীর ইমাম সিরাজগঞ্জ-৪,  রবিউল আলম বুদু পাবনা-৪,  আবদুস শুকুর ইমন মেহেরপুর-১, আবদুর রউফ কুষ্টিয়া-৪, আলী আজগর চুয়াডাঙ্গা-২, তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-২, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪, গোলাম ফারুক প্রিন্স পাবনা-৫, মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া-৩, পঞ্চানন বিশ্বাস খুলনা-১, শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১, আ খ ম জাহাঙ্গীর হোসাইন পটুয়াখালী-৩, নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা-৩, এস এম জগলুল হায়দার সাতক্ষীরা-৪, আ স ম ফিরোজ পটুয়াখালী-২, পঙ্কজ নাথ বরিশাল-৪, ড. আবদুর রাজ্জাক টাঙ্গাইল-১, আতিউর রহমান আতিক শেরপুর-১, রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৪, নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬, আয়েন উদ্দীন রাজশাহী-৩, এনামুল হক রাজশাহী-৪; আবদুল ওয়াদুদ রাজশাহী-৫;  সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯, শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০, এ কে এম রহমতুল্লাহ ঢাকা-১, কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫, সাহারা খাতুন ঢাকা-১৮, এনামুর রহমান ঢাকা-১৯, বেনজীর আহমেদ ঢাকা-২, জাহিদ আহসান রাসেল গাজীপুর-২, সিমিন হোসেন রিমি

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker